পুষ্টি ও যোগের গুরুত্ব তুলে ধরতে অ্যামওয়ের প্রয়াস

অ্যামওয়ে ইন্ডিয়া দেশবাসীদের স্বাস্থ্যসম্মত জীবনযাত্রায় উৎসাহ জোগাতে এগিয়ে এসেছে। ভারতে প্রতিবছর আন্তর্জাতিক যোগ দিবস সাগ্রহে পালিত হচ্ছে, আর তার সঙ্গে অ্যামওয়ে ইন্ডিয়াও সার্বিক সুস্থতার জন্য পুষ্টি ও যোগের গুরুত্ব তুলে ধরার কাজে অগ্রণী ভূমিকা নিচ্ছে। উল্লেখ্য, অ্যামওয়ে ইন্ডিয়া হল ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি।

ভারতের মানুষ যাতে আরও ভালভাবে ও সুস্থভাবে বাঁচতে পারে, সেজন্য অ্যামওয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এর অঙ্গ হিসেবে অ্যামওয়ে ইন্ডিয়া একগুচ্ছ ভার্চুয়াল ও ফিজিক্যাল ‘যোগা সেশন’ আয়োজন করেছে, যার সঙ্গে রয়েছে ‘এক্সপার্ট স্পিকার প্রোগ্রাম’। এর মাধ্যমে প্রায় ২০০০ ফিটনেস-উৎসাহী উপকৃত হচ্ছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তম পুষ্টি ও নিয়মিত যোগের মতো শরীরচর্চার বার্তা প্রচার করা হচ্ছে। ‘বিল্ড আ হেলদি নেশন উইথ ট্রাডিশনাল উইজডম’ ক্যাম্পেনের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বাঞ্চলে অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার্স ও তাদের গ্রাহকদের জন্য সুস্থতা সম্বন্ধীয় একাধিক ফিজিক্যাল ও ভার্চুয়াল যোগ অধিবেশনের আয়োজন করা হয়েছিল।

অ্যামওয়ে ইন্ডিয়া ‘প্রিভেন্টিভ হেলথ’-এর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে দেশের সকলকে স্বাস্থ্যবান ও সুস্থ থাকার ব্যাপারে সক্ষম করে তুলতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। প্রায় ৯০ বছর ধরে উদ্ভিদ-ভিত্তিক পরিপূরক খাদ্যের ধারাবাহিকতা বজায় রাখা অ্যামওয়ের নিউট্রিলাইট হল বিশ্বের বিক্রয়-শীর্ষে থাকা ভিটামিন ও ডায়েটারি সাপ্লিমেন্টেশন। মানুষকে সার্বিক সুস্থতার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে চলেছে ‘নিউট্রিলাইট বাই অ্যামওয়ে’।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *