অ্যামওয়ে ইন্ডিয়া দেশবাসীদের স্বাস্থ্যসম্মত জীবনযাত্রায় উৎসাহ জোগাতে এগিয়ে এসেছে। ভারতে প্রতিবছর আন্তর্জাতিক যোগ দিবস সাগ্রহে পালিত হচ্ছে, আর তার সঙ্গে অ্যামওয়ে ইন্ডিয়াও সার্বিক সুস্থতার জন্য পুষ্টি ও যোগের গুরুত্ব তুলে ধরার কাজে অগ্রণী ভূমিকা নিচ্ছে। উল্লেখ্য, অ্যামওয়ে ইন্ডিয়া হল ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি।
ভারতের মানুষ যাতে আরও ভালভাবে ও সুস্থভাবে বাঁচতে পারে, সেজন্য অ্যামওয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এর অঙ্গ হিসেবে অ্যামওয়ে ইন্ডিয়া একগুচ্ছ ভার্চুয়াল ও ফিজিক্যাল ‘যোগা সেশন’ আয়োজন করেছে, যার সঙ্গে রয়েছে ‘এক্সপার্ট স্পিকার প্রোগ্রাম’। এর মাধ্যমে প্রায় ২০০০ ফিটনেস-উৎসাহী উপকৃত হচ্ছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তম পুষ্টি ও নিয়মিত যোগের মতো শরীরচর্চার বার্তা প্রচার করা হচ্ছে। ‘বিল্ড আ হেলদি নেশন উইথ ট্রাডিশনাল উইজডম’ ক্যাম্পেনের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বাঞ্চলে অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার্স ও তাদের গ্রাহকদের জন্য সুস্থতা সম্বন্ধীয় একাধিক ফিজিক্যাল ও ভার্চুয়াল যোগ অধিবেশনের আয়োজন করা হয়েছিল।
অ্যামওয়ে ইন্ডিয়া ‘প্রিভেন্টিভ হেলথ’-এর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে দেশের সকলকে স্বাস্থ্যবান ও সুস্থ থাকার ব্যাপারে সক্ষম করে তুলতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। প্রায় ৯০ বছর ধরে উদ্ভিদ-ভিত্তিক পরিপূরক খাদ্যের ধারাবাহিকতা বজায় রাখা অ্যামওয়ের নিউট্রিলাইট হল বিশ্বের বিক্রয়-শীর্ষে থাকা ভিটামিন ও ডায়েটারি সাপ্লিমেন্টেশন। মানুষকে সার্বিক সুস্থতার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে চলেছে ‘নিউট্রিলাইট বাই অ্যামওয়ে’।