‘হেলদি লাইফস্টাইলের’ ওপরে জোর অ্যামওয়ের

স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার জন্য নিউট্রিশনের মাধ্যমে ইমিউনিটি গড়ার প্রতি জোর দিয়ে অ্যামওয়ে ইন্ডিয়া ‘হেলথ অ্যান্ড হাইজিন’ সংক্রান্ত নিয়মনীতি অনুসরণের জন্য একটি সচেতনতা অভিযান শুরু করেছে। ভারতে অ্যামওয়ের ২৩তম বার্ষিকী উপলক্ষে শুরু করা এই সচেতনতা অভিযানের উদ্দেশ্য হল সঠিক নিউট্রিশন কিভাবে ‘হেলদি লাইফস্টাইল’ গড়ে তুলতে সাহায্য করে, সেই বার্তা প্রচার করা। এই ক্যাম্পেনের সঙ্গে রয়েছে চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনের একটি সিরিজ।

এই ক্যাম্পেনে চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন বর্তমান সময়ে সুষম জীবনযাত্রার ক্রমবর্ধমান গুরুত্ত্ব এবং ‘প্রিভেন্টিভ হেলথকেয়ার’ ও পরিপূরক আহারের ভূমিকা বিষয়ে তথ্য প্রদানের মাধ্যমে সাহায্য করার জন্য। এইসব স্বাস্থ্যবিশেষজ্ঞ ‘হেলদি’ ও ‘হাইজিনিক’ জীবনের গুরুত্ত্ব বিষয়ে তাদের মতামত জানাচ্ছেন। পূর্বাঞ্চলে অ্যামওয়ের এরকম কিছু উদ্যোগের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড অ্যাজমা ডে, ওয়ার্ল্ড লাফটার ডে পালন করা। এসবের উদ্দেশ্য হল ওরাল হেলথ, ইমিউনিটি ক্যাম্পেন, মাদার্স ডে এবং হোম, হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্পেন উদযাপনের প্রতি গুরুত্ত্ব প্রদান। অ্যামওয়ের ডাইরেক্ট সেলার্স, রিটেলার্স ও তাদের গ্রাহকবৃন্দ এতে অংশ নিচ্ছেন ‘হেলদি অ্যান্ড হাইজিনিক’ জীবনযাত্রা বিষয়ে এবং তার স্বল্প ও দীর্ঘমেয়াদী সুফল বিষয়ে বিশদে জেনে নিতে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *