অ্যামওয়ে ইন্ডিয়ার নিউট্রিশন প্রোগ্রাম ‘পাওয়ার অফ ৫’

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘পাওয়ার অফ ৫’ এর পুষ্টি কর্মসূচির অধীন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছে অ্যামওয়ে ইন্ডিয়া। কোলকাতার শহুরে বস্তিতে বিশ্বব্যাপী বিখ্যাত এই পুষ্টি প্রোগ্রাম চালু করে অ্যামওয়ে। উল্লেখ্য ভারতে শৈশবকালীন অপুষ্টি ব্যাপকভাবে বিরাজ করছে। এই প্রোগ্রামটি ছয় বছরের কম বয়সী শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।


সংস্থাটি শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছে। বলাবাহুল্য, দিল্লিতে পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে, কোম্পানি ২০২০ সালে এসআরএফ ফাউন্ডেশনের সাথে সহযোগিতায় হরিয়ানায় তার প্রোগ্রাম প্রসারিত করে।এই অংশীদারিত্বের মাধ্যমে, অ্যামওয়ে কলকাতার শহুরে বস্তির কসবা এবং কালিকাপুরের মা, পরিচর্যাকারী এবং শিশু সহ ৪,০০০ বেশি ব্যক্তিকে উপকৃত করার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ এই কর্মসূচির মাধ্যমে নিউট্রিলাইট লিটল বিটস সহ অনান্য পুষ্টিকর খাদ্য চাইল্ডফান্ড ইন্ডিয়ার মাধ্যমে অপুষ্ট শিশুদের বিনামূল্যে বিতরণ করা হবে।


অ্যামওয়ে ইন্ডিয়ার পূর্ব ও পশ্চিম অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দ্র ভূষণ চক্রবর্তী বলেন, আমাদের পুষ্টি কর্মসূচী বিভিন্ন রাষ্ট্রীয়-জাতীয় পর্যায়ের মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *