১০০ কোটি টাকা আয় বৃদ্ধির লক্ষ্যে অ্যামওয়ে

অ্যামাজন ইন্ডিয়ার তরফে আনা হল নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস। এই প্রোডাক্টটি আনা হয়েছে দুর্বল ইমিউনিটি সম্পন্নদের জন্য। এতে রয়েছে এক্সটেন্ডেড-রিলিজ টেকনোলজি এবং এর মাধ্যমে অ্যামওয়ে ইন্ডিয়া তাদের নিউট্রিশন ও ইমিউনিটি সাপোর্টিং পোর্টফোলিয়ো আরও মজবুত করল। এক্সটেন্ডেন্ড-রিলিজ টেকনোলজির ফর্মুলায় প্রস্তুত নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস শরীরে ৮ ঘন্টারও বেশি সময় ধরে ভিটামিন সি জোগান দেবে, যাতে সারাদিনই শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় থাকে।

অ্যামওয়ে ইন্ডিয়ার সিইও অংশু বুধরাজা জানান, তাদের নিউট্রিশন ও ইমিউনিটি ক্যাটাগরির প্রোডাক্টসের চাহিদা বৃদ্ধির প্রবণতার ক্ষেত্রে নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস যুক্ত হওয়ায় তারা ২০২৫ সাল নাগাদ রেভিনিউ বৃদ্ধির টার্গেট স্থির করেছেন ১০ কোটি টাকারও বেশি। অ্যামওয়ে ইন্ডিয়ার সিএমও অজয় খান্না বলেন, নিউট্রিলাইটের ভিটামিন সি চেরী প্লাস ধীরে কিন্তু স্থিরভাবে শরীরে ৮ ঘন্টারও বেশি সময় ধরে ভিটামিন সি জোগান দেয়, ফলে সারাদিনের ইমিউনিটি সাপোর্ট নিশ্চিত হয়। এই প্রোডাক্টটি তৈরি হয়েছে গাছগাছড়া ভিত্তিক ভিটামিন সি উৎস (অ্যাসারোলা চেরী) থেকে, যা ব্রাজিলে তাদের নিজস্ব অর্গানিক ফার্মে উৎপাদিত।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *