ভাষার বাধা সরাতে অ্যামওয়ের বাংলা ওয়েবসাইট

বাংলায় ওয়েবসাইট লঞ্চ করল অ্যামওয়ে ইন্ডিয়া। সার্বিক সুস্থতার গুরুত্ব বোঝাতে ও কোম্পানির প্রোডাক্টগুলি আরও সহজে সকলের গোচরে আনতে ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া ভাষার বাধা সরিয়ে তাদের বাংলা ওয়েবসাইট লঞ্চ করার ফলে ফলে বাংলাভাষী অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার ও তাদের গ্রাহকদের পক্ষে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংক্রান্ত তথ্য অনুধাবন করা ও বোঝানো অনেক সহজ হয়ে যাবে।

পুষ্টি বিষয়ক তথ্য ছাড়াও এই ওয়েবসাইট থেকে অ্যামওয়ের পার্সোনাল কেয়ার, হোম কেয়ার ও কনজিউমার ড্যুরেবল রেঞ্জের প্রোডাক্টগুলি সম্বন্ধে বিশদে জানা যাবে ও অর্ডার দেওয়া যাবে। অ্যামওয়ের বাংলা ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এরআগে অ্যামওয়ে তাদের ওয়েবসাইটের হিন্দি ভার্সন চালু করেছিল। তারপর এসেছে তামিল ও বাংলা ওয়েবসাইট।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *