মহিলাদের ক্ষমতায়ণে অ্যামওয়ের উদ্যোগ

‘#ব্রেকদ্যবায়াস’ – আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর এই থিম মেনে নিয়ে ভারতের অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, তারা সকলের জন্য সমান ভবিষ্যতের অঙ্গীকার বজায় রেখে চলবে।

অ্যামওয়ে ইন্ডিয়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একগুচ্ছ নারী-কেন্দ্রিক কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য মহিলা অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার (এডিএস পার্টনার্স) ও সম্ভাবনাপূর্ণ মহিলা উদ্যোগীদের দক্ষতা ও বৃদ্ধির সুযোগ প্রদান করা। তারা যাতে তাদের উদ্যোগ সফল করার পথে এগিয়ে যেতে সক্ষম হন, সেজন্যই এই প্রচেষ্টা। অ্যামওয়ে শুধু তাদের এডিএস পার্টনারদের নিয়ে উদযাপন শুরু করেছে, তা কিন্তু নয়। মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে তারা #এক্সট্রাঅর্ডিনারিইনঅর্ডিনারি উদ্যোগ শুরু করেছেন। অ্যামওয়ের নারীরা তাদের কাহিনী নিয়ে ভার্চুয়াল সেলিব্রেশনে অংশ নেবেন ও তাদের সাহস ও ধৈর্য্যের কাহিনী তুলে ধরবেন, যাতে অন্যরাও প্রেরণা লাভ করতে পারেন।

অ্যামওয়ে ইন্ডিয়ার সিইও অংশু বুধরাজা এপ্রসঙ্গে জানান, অ্যামওয়ের প্রচেষ্টার সঙ্গে চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম (#ব্রেকদ্যবায়াস) সামঞ্জস্যপূর্ণ। তারা চান চিরকালীন প্রথামুক্ত ও বিভেদমুক্ত এক বিশ্ব। তাঁর বিশ্বাস, মহিলা উদ্যোগীদের হাতেই রয়েছে ভারতে অ্যামওয়ের ভবিষ্যতের চাবিকাঠি। অ্যামওয়ের অসাধারন উদ্যোগপূর্ণ সুযোগের মাধ্যমে তারা মহিলা এডিএস পার্টনারদের প্রেরণা জোগাচ্ছেন, ফলে আরও বেশিসংখ্যক মহিলা অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসছেন।

By sonali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *