২২ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি পালান। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের কালজয়ী ছবি খারিজ । ২০২৩- এ কৌশিক সেনের হাত ধরে বড় পর্দায় ফিরছে খারিজের নস্ট্যালজিয়া। এই ছবিতে মমতা শংকর এবং অঞ্জন দত্তের চরিত্রের বিবর্তন দর্শককে দেখাবেন পরিচালক। সেই সঙ্গে পাওলি দাম এবং যীশু সেনগুপ্তর মতো চরিত্র একেবারে আনকোড়া নতুন। আসলে বিষয়টিকে সমকালীন করে তুলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী পাওলি দাম। তিনি বলেন, ‘পালানের হাত ধরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হল। এটা আমার চরম সৌভাগ্য। পালান হল খারিজের পরবর্তী অধ্যায়। আমার চরিত্রটা সম্পূর্ণ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ক্রিয়েশন। ‘পালানে পাওলি সেনের চরিত্রটা একদম আলাদা। খুবই সিম্পল যা আজকের দিনে খুবই অভাব। আর আমার এই ধরনের চরিত্রই পছন্দ। আজকের দিনে মানুষ ঊর্ধশ্বাসে ছুটছে। দৈনন্দিন জীবনে ভীষণ ব্যস্ততা। প্রযুক্তি নির্ভর লাইফ স্টাইল। সেই জায়গায় দাঁড়িয়ে পালানে আমার চরিত্রটা একদম আলাদা।’
রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে সাক্ষাৎ-এর স্মৃতিচারণা করলেন পাওলি। তিনি বলেন, ‘কালবেলার পর অনেক পোন পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হল মৃণাল সেনের ফোন। ফোন তুলেই বলেছিলেন, নমস্কার আমি মৃণাল সেন বলছি। প্রথমটা বিশ্বাস করতে পারিনি। কিন্তু, পরে যখন দেখা হল কথা হল সবটাই স্বপ্নের মতো। ওনার মত একজন পরিচালক আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন। আর বলছিলেন, যদি আমি ছবি তৈরি করি তাহলে তুমি অভিনয় করবে? এটা শোনাই তো আমার জীবনের সেরা প্রাপ্তি।’