আর জি কর কাণ্ডে ক্ষোভের মুখে পড়লেন শাহরুখ

কলকাতার সরকারি হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। আর বলিউডের বেশিরভাগ তারকাই জি ট্যাক্স ইস্যুতে ব্যস্ত, শাহরুখ খান কেন ‘মৌনব্রত’ পালন করছেন? নেটপাড়ার একাংশ, কিং খানকে ৭৮তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

কলকাতার সঙ্গে শাহরুখ খানের দীর্ঘদিনের সম্পর্ক। একদিকে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের নেতা, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তিনি তাকে ‘দিদি’ বলে ডাকতেন। প্রিন্স আরিয়ান খান যখন মাদক মামলায় এক মাস জেলে ছিলেন, তখন মমতা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তাঁর পাশে দাঁড়ান। শুধু তাই নয়, তিনি দীর্ঘদিন ধরে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ২০১২ সালে মমতার প্রস্তাবে রাজি হয়ে পশ্চিমবঙ্গের মুখ হয়ে ওঠেন শাহরুখ খান। কিন্তু মেয়ের বাবা শাহরুখ কেন আজ কলকাতার সরকারি হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় নীরব? জানতে চেয়েছেন নেটপাড়ার একাংশ। তাদের মতে, যখনই কিং খানের কোনো সিনেমা মুক্তি পায়, কলকাতায় উৎসবের মতো উৎসব হয়। বাংলায় রাজার ভক্তের সংখ্যা অন্য রাজ্যকেও হার মানাবে! কিন্তু সেই সুপারস্টার, প্রিয় অভিনেতা ও আর জি কর মামলার মুখে ‘টু’ শব্দ নেই কেন? অনেকেই প্রশ্ন তুলেছেন।