পর্দায় ব্যোমকেশের তালিকা বেশ লম্বা। সেই তালিকার অন্যতম জনপ্রিয় মুখ অনির্বাণ ভট্টাচার্য। সোমবার ‘দুর্গ রহস্য’ সিরিজ়ের পোস্টার লঞ্চ অনুষ্ঠানেই ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সকলকে চমকে দেন অনির্বাণ।
তিনি জানান যে ‘‘ছ’বছরে আটটি সিজ়ন, ২০টি এপিসোড এবং ১৩টা গল্প। অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে জার্নি আমার এখানেই শেষ। কিন্তু ব্যোমকেশের জার্নি শেষ নয়। সেই সঙ্গে অভিনেতা জানিয়ে দিলেন, চেয়ার খালি থাকবে না। শীঘ্রই কোনও নতুন অভিনেতা সেখানে এসে বসবেন।একই সঙ্গে অভিনেতা মনে করিয়ে দেন, এই ধরনের সিদ্ধান্ত বিনোদনের জগতে অনেক সময়েই অভিনেতাদের নিয়ন্ত্রণে থাকে না।
কিন্তু সেখানে ব্যোমকেশ সিরিজ়ের প্রযোজকরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনির্বাণ বললেন, ‘‘আমি যা করতে পারি এবং যা করতে পারি না, এই সবটা মিলিয়েই ব্যোমকেশ চরিত্রের ক্ষেত্রে বুঝতে পেরেছি, আমার পকেটটা খালি হয়ে গিয়েছে। আমার আর নতুন কিছু দেওয়ার নেই।’’ আমার সীমাবদ্ধতা সহ আমার যা যা কিছু সম্ভব ছিল, আমি করেছি। আমার ভাণ্ডার এবার শেষ হয়ে গিয়েছে।’