বার্ষিক ‘অ্যামাজন সম্ভব’

চলতি বছরের ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হবে অ্যামাজন ইন্ডিয়ার তৃতীয় ‘অ্যামাজন সম্ভব’। অ্যামাজন সম্ভব ২০২২-এর জন্য রেজিস্ট্রেশন (amazon.in/smbhav) শুরু হয়ে গেছে। দুইদিনের এই ভার্চুয়াল মেগা সামিটে অংশ নেবেন পলিসি মেকার্স, এমিনেন্ট ইন্ডাস্ট্রি লিডার্স, সলিউশন প্রোভাইডার্স, স্টার্ট-আপস ও অ্যামাজন লিডারশিপ।

তাদের আলোচনার মাধ্যমে উঠে আসবে অসংখ্য ‘স্মল লোকাল স্টোর্স’ ও ব্যবসায়িক সংস্থায় ডিজিটাইজেশন কার্যকর করা ও তাদের ইকোনমিক প্রোগ্রেসের জন্য সম্ভাব্য উচ্চক্ষমতার টেকনোলজি ব্যবহারের সেরা পদ্ধতিগত কৌশলসমূহ। সামিটে থাকবে বিভিন্ন শিল্পে ‘টেকনোলজি অ্যাডপশন’-এর জন্য ‘কি-নোটস’, প্যানেল ডিসকাসন, মাস্টার ক্লাস, ইত্যাদি।

প্রতিবছর অ্যামাজন সম্ভবে থাকে বার্ষিক ‘অ্যামাজন সম্ভব অ্যাওয়ার্ডস’ যার দ্বারা ‘বিজনেসেস’, ‘ইনোভেটর্স’ ও ‘ইন্ডিভিজুয়ালস’-দের স্বীকৃতি প্রদান করা হয় – যারা তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করতে পেরেছেন এবং আত্মনির্ভর ভারত গড়তে অবদান রাখতে পেরেছেন। নতুন ধরণের ব্যবসার দিশা দেখাতে যারা সক্ষম হয়েছে তাদের স্বীকৃতি প্রদানের জন্য এবছর সম্ভব অ্যাওয়ার্ডে ১৫ প্রকারের ক্যাটাগরি রাখা হয়েছে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *