বাংলার ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন অপর্ণা সেন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই অবশেষে মুখ খুললেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন।

পঞ্চায়েত ভোটে হিংসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের দায়বদ্ধ তার প্রশ্ন তুলে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। সেখানে সাক্ষর করেছেন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।

পঞ্চায়েত ভোটে ৩৭ দিনের মধ্যে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৫২। নিখোঁজের তালিকাতেও রয়েছে অনেক নাম। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন স্থানীয় পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে চলে। এই অরাজকতার দায় বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অস্বীকার করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সারাংশ চিঠির।

By Arpita Debnath

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *