আরজি কর কেস নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ অরিজিৎ সিং-র

আরজি কর কেস নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অরিজিৎ সিং। কলকাতার এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী ডাক্তারকে নারকীয় ধর্ষণ ও হত্যা নিয়ে একটি গান লিখেছেন অরিজিৎ। গানটির নাম ‘আর কবে’। সম্প্রতি অরিজিতের ফ্যান পেজ থেকে এই গানটি প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া রাজপথে নামার প্রতিশ্রুতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে রাজপথে প্রতিবাদ করার কথা ভাবছেন না কেন? তার বক্তৃতা ও গান তৈরির প্রায় দুই দিন কেটে গেছে। এবার সরাসরি অরিজিৎকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।      

তিনি অরিজিতের গানের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, “গায়ক অরিজিৎ অসাধারণ।” এছাড়া কুণাল বলেন, “অরিজিৎ সিং একজন অসাধারণ গায়ক। ছেলেটাও ভালো। তিলোত্তমার ন্যায় বিচার চাওয়া যথাযথ, সমর্থন। কিন্তু সমস্যা হল চেতনা জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর বা সাক্ষী মালিকদের নিয়ে কোনো হিন্দি গান হয় না। কারণ ওটাই প্রধান কর্মক্ষেত্র, হিন্দি দুনিয়া, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক টুইট করেছেন কুনাল। শুধু অরিজিৎ নয়, টলিপাড়ার অন্য তারকাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কুনাল পরোক্ষভাবে টালিগঞ্জের কয়েকজন শিল্পীকে সুবিধাবাদী বলেছেন। তিনি অভিযোগ করেন যে এই শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, তাঁরা প্রয়োজনের সময় হাত নেড়ে ছবি তোলেন। কিন্তু ক্ষমতাসীন দলের দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যাবে না। এই প্রসঙ্গে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির উদাহরণও টেনেছেন কুনাল। তিনি প্রশ্ন তোলেন কেন টালিগঞ্জ থেকে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পাল্টা করা উচিত নয়।

By editor