অরিজিৎ সিং এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক। শুধু প্লেব্যাক নয়, গায়ক একাধিক শো করেন। সেখানে তিনি একের পর এক গান গেয়ে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন। আর ভারতের ঔরঙ্গাবাদের শোতেও একই কাজ করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই তাকে বিপদে পড়তে হয়েছে।
অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হয়রানির শিকার হন তিনি। পুরো ঘটনায় আহত হয়েছেন গায়ক। তার ডান হাত গুরুতর আহত হন। মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা এক ভক্ত তাকে হাত ধরে টানতে থাকে। এই ঘটনার ফলে হাতে চোট পান অরিজিত। ভক্ত তার হাত এমনভাবে টেনে নিচ্ছিল যে সে তার হাত সোজা করতে পারেনি। হাত কাঁপছিল। তবে মুখ থেকে দুটি কথা বলেননি গায়ক। তার সাথে শান্তভাবে কথা বলতে থাকেন। তিনি বলেন, হাতে চোট পেয়েছেন।
মঞ্চ থেকে অরিজিৎ বললেন, ‘আপনি এভাবে আমার হাত টানছেন বলে আমি ব্যথা অনুভব করেছি। আমি এখন হাত নাড়াতে পারছি না। এই অবস্থায় গান গাইতে না পারলে অনুষ্ঠান উপভোগ করবেন কীভাবে?’
তবে যতই আঘাত হোক না কেন, আপনি লোকটিকে যতই জিজ্ঞাসা করুন কেন তিনি এটি করেছেন, তিনি শো টি বন্ধ করতে চাননি। উল্টো সে তার সব দর্শনার্থীর কাছে যাবে। সে তাদের সবাইকে ভালোবাসে। তিনি এই শো চালিয়ে যান।