আরোহনের ঋণদানে পোর্টফোলিও ৪,৮৫৪ কোটি

আসামের নারী উদ্যোক্তাদের সমর্থনের প্রধান স্তম্ভ হল আরোহন ফিনান্সিয়াল সার্ভিস। এটি হল একটি  ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। যা অনুন্নত জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু তাই নয় মহামারী সহ অন্যান্য চ্যালেঞ্জের প্রভাব কাটিয়ে উঠতে নারী উদ্যোক্তাদের বিশেষ ভাবে সাহায্য করছে  আরোহন ফিনান্স।

বলাবাহুল্য, মহামারীতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্রঋণগ্রহীতাদের সাহায্যের জন্য আসাম রাজ্য সরকার ৩৯টি এমএফআই ঋণদাতাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে আসাম মাইক্রো ফাইন্যান্স ইনসেনটিভ অ্যান্ড রিলিফ স্কিম ২০২১ (এএমএফআইআরএস’ ২১ ) ঘোষণা করেছে৷ দুধ ব্যবসায়ী মালায়া গত ছয় বছর ধরে আসামের আরোহনের বোঙ্গাইগাঁও শাখার ঋণগ্রহীতা। তিনি আরোহন থেকে ক্ষুদ্রঋণ নিয়ে দুধের ব্যবসা শুরু করেন। কোভিডের কারণে ৪৫,০০০ টাকার তৃতীয় চক্র ঋণের ইএমআই তিনি পরিশোধ করতে না পারায় তার ক্রেডিট স্কোর কমতে শুরু করে। তখন এই এএমএফআইআরএস-এর অধীন এককালীন ২৫,০০০টাকা ইনসেনটিভের মাধ্যমে মালায়া ইনসেনটিভ পরিশোধ করেন। ২০০৬ সালে কলকাতায় যাত্রা শুরু করে অরোহন ফিনান্স। ৩০ মার্চ ২০২০ পর্যন্ত, সংস্থাটি সতেরোটি রাজ্যে কাজ করছে।

উল্লেখ্য, এপর্যন্ত সংস্থাটির ৭২১টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং এমএসএমই ঋণদানে পোর্টফোলিওর সংখ্যা ৪,৮৫৪ কোটি। ইন্ডাস্ট্রির তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত মাইক্রোফাইনান্স লোন পোর্টফোলিওর পরিমাণ ২,৫৬,০৫৮ কোটি টাকা। এছাড়া ১০.৫৮ কোটি লোন অ্যাকাউন্ট সহ ৫.৫৭ কোটি অনন্য ঋণগ্রহীতাদের পরিষেবা দিচ্ছে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *