কাজের সূত্রে বছরের বেশির ভাগ সময়েই শহরের বাইরে কাটাতে হয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে। ফলে সারা বছর খুব কমই একসঙ্গে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে। কিন্তু যা-ই হোক না কেন, বছরে এক দিন তিনি বালিগঞ্জে নিজের বাড়িতে ঠিক চলে আসেন আর এ দিন কোনও নড়চড়ও হয় না। এক ফ্রেমে দেখা যায় তাঁদের দুজনকে।
বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। আবার এ দিন লক্ষ্মীপুজোর পাশাপাশি বাড়িতে সত্যনারায়ণের পুজোও হয়। আর সেই পুজোর সিন্নি মাখার দায়িত্বে থাকেন আমাদের সকলের প্রিয় বুম্বাদা।শোনা গেছে গত কাল রাত থেকেই নাকি শুরু হয়ে গিয়েছে তাঁদের পূজোর প্রস্তুতি।
গত কালই কলকাতা এসেছেন অর্পিতা। আর এসেই কোমর বেঁধে লেগে পড়েছেন পুজোর জোগাড়ে। আর সেদিন তিনি নিজে হাতে মায়ের ভোগও রান্না করেন এবং এই বিশেষ দিনে তাঁদের আত্মীয়স্বজনও আসেন বাড়িতে। এক দিকে যেমন মায়ের ভোগ রান্নার দায়িত্বে থাকেন অর্পিতা। অন্য দিকে, প্রসেনজিৎও বসে থাকেন না। তিনিও অর্পিতার সঙ্গে পুজোর কাজে হাত লাগান।