আবারো জনসেবায় সাহায্যের হাত বাড়ালেন তিনি ৷ এর আগেও অতিমারিতে জনসেবায় এগিয়ে এসেছেন তিনি ৷ আবার এগিয়ে এলেন তিনি ৷ বাসস্থান কেড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ভেসে গিয়েছে সমস্ত সঞ্চয়। থেমে থাকেনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তীর সাহায্যের হাত। বিগত কয়েক দিন ধরেই যে জায়গাগুলিতে সাইক্লোন ‘ইয়াস’ তাণ্ডব চালিয়েছে, সেই প্রত্যন্ত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী নিয়ে ছুটে চলেছেন গায়িকা। এবার ভ্যাকসিন নিয়ে গেলেন সন্দেশখালিতে। কলকাতা থেকে শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে তিনি তমলুক পৌঁছন ৷ আর্তদের হাতে তুলে দেন প্রয়োজনীয় জিনিসপত্র৷ ইমনের সঙ্গীতশিক্ষার প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কিছু সংস্থা সামিল হয়েছে এই উদ্যোগে ৷ তাদের ধন্যবাদ জানিয়েছেন শিল্পী৷
প্রসঙ্গত, কলকাতার বুকে সাইক্লোন ‘ইয়াস’ তেমন তাণ্ডব চালাতে না পারলেও উপকূলবর্তী অঞ্চলগুলিকে প্রায় লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে। বিশেষ করে মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থাতেই সেই দুস্থ মানুষগুলির পাশে থাকতে প্রত্যন্ত অঞ্চলে নিজের টিম নিয়ে পৌঁছে গিয়েছেন ইমন চক্রবর্তী।