বছর ঘুরতে চলল তার মৃত্যু ঘটনা। গতবছর এমন সময় তার অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। সাধারণ মানুষ থেকে বলিউড একাধিক অভিযোগে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তিনি আর কেউ নন বলিউডের জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বছর ঘুরতেই ফের শিরোনামে সুশান্তের মৃত্যুর ঘটনা। সিদ্ধার্থ পিঠানির গ্রেফতারির পর ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকমামলা। এবার এই মৃত্যুর তদন্তে একটানা প্রয়াত অভিনেতার দেহরক্ষীকে জেরার করবে এনসিবি। এর আগে গত রবিবার ১৬ ঘন্টা ধরে এনসিবির জেরার মুখে পড়তে হয়েছে প্রয়াত অভিনেতার পরিচারক ও রাঁধুনি নীরজ ও কেশবকে। এছাড়াও এই মামলার সূত্র ধরেই হরিশ খান নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে এনসিবি।
২-রা জুন পর্যন্ত এনসিবি কাস্টডি মঞ্জুর হয়েছিল পিঠানির, ফের আদালতে তোলা হবে অভিযুক্তকে। এই মামলায় গত সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তকে। পরবর্তীকে গ্রেফতার হন রিয়াও। আপতত জামিনে মুক্ত রয়েছেন চারজনেই।