এএসডিসি ও টাইড ওয়াটারের যৌথ উদ্যোগে ‘কারিগরি’প্রজেক্ট লঞ্চ

অটোমোটিভ স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল (এএসডিসি) ও টাইড ওয়াটার অয়েল কোম্পানি (ইন্ডিয়া) লিমিটেডের উদ্যোগে কলকাতায় ‘কারিগরি’ নামে একটি প্রজেক্ট লঞ্চ করা হল। তরুণদের জন্য স্কিলিং, রিস্কিলিং ও আপস্কিলিং-এর নীতি অনুসারে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘কারিগরি’ প্রজেক্টের মূল উদ্দেশ্য হল ভারত স্টেজ-৬ বিএস-৬) টেকনোলজিতে টু-হুইলার ও ফোর-হুইলার টেকনিসিয়ানদের প্রশিক্ষণ প্রদান করা। এই ‘রিকগনিশন অব প্রায়োর লার্নিং’ প্রোগ্রামের আওতায় অটো-মেকানিক ও গ্যারাজ মালিকদের ‘বিএস-৬ এমিশন স্ট্যান্ডার্ড’ বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

এএসডিসি’র সিইও অরিন্দম লাহিড়ি ও টাইডওয়াটার অয়েল কোম্পানি (ইন্ডিয়া) লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অরিজিৎ বসুর উপস্থিতিতে এই উদ্যোগের সূচনা করা হয়। একইসঙ্গে, এএসডিসি ও টাইডওয়াটার অয়েল কোম্পানি (ইন্ডিয়া) লিমিটেড ‘কারিগরি’ প্রজেক্ট কার্যকর করার বিষয়ে একটি ‘মউ’ স্বাক্ষর করেছে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *