কলম্বিয়া এশিয়ার একশো শতাংশ অধিগ্রহণ মণিপালের

সম্প্রতি ভারতের কলম্বিয়া, এশিয়া হাসপাতালের একশো শতাংশ অধিগ্রহণ করল মণিপাল হাসপাতাল গ্রুপ। আশা করা যায় এই অধিগ্রহণ বা রিব্র্যান্ডিং মণিপালের আধুনিক রোগী পরিষেবার মানকে আরও উন্নত করে তুলবে। উল্লেখ্য, মণিপাল হাসপাতাল গ্রুপ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-স্পেশালিটি স্বাস্থ্য পরিষবা প্রদানকারী সংস্থা যা বার্ষিক ৪ মিলিয়নেরও বেশি রোগীর চিকিৎসা করে। এই রিব্র্যান্ডিং-এর ফলে দেশব্যাপী ছড়িয়ে থাকা মণিপাল হাসপাতালের ২৭টি ইউনিটকে একত্রে আনা সম্ভব হবে।       

মণিপাল হাসপাতাল গ্রুপ দেশের ১৪টি শহরে ৭,৬০০শয্যা বিশিষ্ট ২৭টি হাসপাতালে পরিষেবা দিতে প্রস্তত। বলাবাহুল্য, মণিপাল হাসপাতাল গ্রুপে এখন থেকে ৪,০০০ ডাক্তার এবং ১১,০০০ এরও বেশি স্বাস্থ্যকর্মী আছে। উল্লেখ্য, এই একত্রীকরণের মাধ্যমে, হাসপাতালগুলি  প্রতিটি রোগীকে সাশ্রয়ী মূল্যের সর্বোত্তম স্বাস্থ্য পরিষবা প্রদান  করবে।

 সল্টলেকে অবস্থিত মনিপাল হসপিটালের ডিরেক্টর শ্রী অরিন্দম ব্যানার্জি বলেন, আমাদের আশা এই রিব্র্যান্ডিং-এর ফলে আরও অনেক বেশি সংখ্যক রোগী আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুফল ভোগ করতে পারবে। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ডাক্তাররা এই বিস্তৃত ক্যানভাসে পূর্বাঞ্চলের স্বাস্থ্যসেবার চাহিদার উপর আরও বেশি প্রভাব ফেলতে পারবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *