এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড (এজিআইএল) বেশ বড়ধরণের সম্প্রসারণ ঘটালো তাদের সাবসিডিয়ারি ক্রিস্টাল সেরামিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (ক্রিস্টাল সেরামিক্স) সংস্থায়। গুজরাটের মেহ্সানায় অবস্থিত কারখানায় গ্লেজড ভিট্রিফায়েড টাইলস নির্মাণের ক্ষেত্রে ক্রিস্টাল সেরামিক্স দিনপ্রতি ১২০০০ বর্গমিটার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে। এই সম্প্রসারণের জন্য ক্রিস্টাল সেরামিক্স ২৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। ক্রিস্টাল সেরামিক্সে ৭০ শতাংশ ইকুইটি স্টেক রয়েছে এশিয়ান গ্রানিটো’র।
এই সম্প্রসারণের ফলে ক্রিস্টাল সেরামিক্সের দিনপ্রতি মোট উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৩৬০০০ বর্গমিটার এবং বছরে বাড়তি প্রায় ৭০-৭৫ কোটি টাকা ইনক্রিমেন্টাল সেলস বৃদ্ধির ফলে ক্রিস্টাল সেরামিক্স ও এশিয়ান গ্রানিটো’র টার্নওভার বৃদ্ধি পাবে। ২০২১ অর্থবর্ষে ক্রিস্টাল সেরামিক্সের টার্নওভার ছিল ১৮৪.৪৫ কোটি টাকা। ২০২১ অর্থবর্ষে কনসলিডেটেড বেসিসে কোম্পানির নেট প্রফিট ছিল ৫৭.২৩ কোটি টাকা, যা ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৩৬ শতাংশ বৃদ্ধিপ্রাপ্ত। ৬ শতাংশ ইয়ার-অন-ইয়ার বৃদ্ধির ভিত্তিতে ২০২১ অর্থবর্ষে নেট সেলস ছিল ১২৯২ কোটি টাকা।
প্রসঙ্গত, এজিআইএল-এর প্রোডাক্টস রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সেলিন। গ্লেজড ভিট্রিফায়েড, আউটডোর, ন্যাচারাল মার্বল, কম্পোজিট মার্বল ও কোয়ার্টজ। এছাড়াও স্যানিটারি ডিভিশনে যোগ করা হয়েছে সিপি ফিটিংস ও ফসেটস।