মোট ৪৬.৯৪ কোটি টাকায় সহযোগী কোম্পানি অ্যাস্ট্রন পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডে থাকা ১৮.৮ শতাংশ অংশ ডিভেস্ট করল এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড। এশিয়ান গ্রানিটো ১০ অগাস্ট অ্যাস্ট্রন পেপারের ৮৭.৭৫ লক্ষ ইকুইটি শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রয় করেছে প্রতি শেয়ার ৫৩.৫ টাকা দরে। তাদের সেরামিক টাইলস ও বিল্ডিং মেটেরিয়ালসের মূল ব্যবসার দিকে লক্ষ্য রেখে এশিয়ান গ্রানিটো ৩১ মে তাদের বোর্ড মিটিংয়ে অ্যাস্ট্রন পেপার থেকে ডিসইনভেস্টমেন্ট করার বিষয়টি অনুমোদন করেছে। অ্যাস্ট্রন পেপার বিএসই ও এনএসই-তে তালিকাভুক্ত। প্রসঙ্গত, এশিয়ান গ্রানিটো সম্প্রতি ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে। ২০২১ অর্থবর্ষে কোম্পানির নেট প্রফিটের পরিমাণ ৫৭.২৩ কোটি টাকা এবং নেট সেলস ১২৯২ কোটি টাকা। ডিভেস্টের ফলে বিক্রয়লব্ধ ৪৬.৯৪ কোটি টাকা ব্যবহৃত হবে এশিয়ান গ্রানিটোর ‘লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল’ হিসেবে ও ‘বিজনেস ডেভেলপমেন্ট’ করার কাজে।