বাজারে এল আসুস-র ভিভোবুক ল্যাপটপ

উৎসবের মরসুমের আগে আসুস(ASUS) বাজারে আনল  ওএলইডি প্রযুক্তি যুক্ত ল্যাপটপ ভিভোবুক কে ১৫। এটি একটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ যা প্রধানত জেনারেশন জেড ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। ভিভোবুক ল্যাপটপটির ডিসপ্লেটি হল ৮৪% স্ক্রিন-টু-বডি রেশিও এবং  চওড়া ১৭৮ ডিগ্রী। যা এই ল্যাপটপে কাজ করার ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা দেবে।

আসুস-এর এই নতুন ভিভোবুক কে ১৫ ল্যাপটপটি সর্বাধুনিক ১১ তম জেনারেশন যা আইরিশ এক্স গ্রাফিক্স সহ ইনটেল কোর প্রসেসরে চলে এবং চারটি সিপিইউ ভেরিয়েন্টে আসে- ইনটেল আই৩, ইনটেল আই৫, ইনটেল আই৭ এবং এএমডিআর-ফাইভ। ভোক্তাদের সবরকম চাহিদার কখা খেয়াল রেখেই ভিভোবুক কে ১৫ ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। যাতে সময় বিশেষে ভোক্তার টিভি দেখার প্রয়োজনীয়তাও মেটাতে পারে।এই জন্য ভিভোবুকের স্ক্রিনটি ১৫.৬ইঞ্চির ফুল এইচডিও এলইডি প্যানেল রাখা হয়েছে যার তিন-পার্শ্বযুক্ত ন্যানো এজ ডিসপ্লে রয়েছে এবং দামও ভোক্তাদের আয়ত্তের মধ্যেই রাখা হয়েছে। 

আসুস ইন্ডিয়ার কনজিউমার অ্যান্ড গেমিং পিসির বিজনেস হেড আর্নল্ডসু বলেন, এই প্রথম ওএলইডি ডিসপ্লে সহ  ভিভোবুক লঞ্চ করা হল যা ভোক্তাদের কাজ করার আনন্দকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং সেইসাথে কম্পানীর ব্যবসা বৃদ্ধির সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *