সিএসসি ই-গভার্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের ই-কমার্স ইনিশিয়েটিভ ‘সিএসসি গ্রামীণ ইস্টোর’-এর সঙ্গে এক পার্টনারশিপ গড়ে তুললো অতুল অটো লিমিটেড। যৌথ ডিজিটাল লঞ্চ্ অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন ড. দীনেশ ত্যাগী (এমডি-সিএসসি এসপিভি), রাজা কিশোর (সিওও –সিএসসি গ্রামীণ ইস্টোর), নীরজ চন্দ্র (ডিরেক্টর, অতুল অটো লিমিটেড) ও পুষ্কর সিনহা (ভিপি সেলস অ্যান্ড মার্কেটিং, অতুল অটো লিমিটেড)।
অতুল অটো লিমিটেড হল প্রথম থ্রী-হুইলার ওইএম যারা এরকম উদ্যোগে শামিল হলো। এর উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় ডিজিটাল অর্ডারিং ও ডেলিভারি ব্যবস্থার উন্নতি ঘটানো। এই পার্টনারশিপের আওতায় অতুল অটোর প্রোডাক্ট রেঞ্জ সিএসসি গ্রামীণ ইস্টোরের তালিকায় স্থান পাবে এবং ভিলেজ লেভেল এন্টারপ্রিনারদের (ভিএলই) মাধ্যমে গ্রামীণ এলাকায় গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবে।