ধনিয়াখালীতে অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের নতুন গ্রামীণ শাখা উদ্বোধন করেছে

হুগলির ধনিয়াখালিতে গ্রামীণ শাখা উদ্বোধন করল ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস। ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে এই গ্রামীণ শাখার উদ্বোধন করলেন ধনিয়াখালি বিধানসভার বিধায়ক অসীমা পাত্র।

ধনিয়াখালিতে ১৭ নং রোডের সিনেমাতলার কাছে গ্রাউন্ড ফ্লোর ও ১ম তলা জুড়ে বৃস্তিত রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের এই গ্রামীণ শাখা। এই নতুন শাখার মাধ্যমে, অ্যাক্সিস ব্যাঙ্ক পূর্ব অঞ্চলে স্বর্ণ ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, হোম লোন, যানবাহন ঋণ, কার্যকরী মূলধন ঋণ, মেয়াদী ঋণ গুলি যেমন খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে। তেমনি আমানত পণ্য যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সহ এই অঞ্চলের লোকেদের ফিক্সড ডিপোজিট প্রদান করাও সহজ হবে।

এই অঞ্চলের বিশাল গ্রাহক বেসের কাছে পৌঁছানোর লক্ষ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করবে। যেমন রেফারেল ড্রাইভ, লিফলেট বিতরণ,ইত্যাদি। এছাড়া ব্যাংক তার সচেতনতামূলক উদ্যোগের অংশ হিসেবে ‘মান্ডি’-তে সমৃদ্ধি ঋণ মেলাসহ অন্যান্য আঞ্চলিক প্রোগ্রামেরও আয়োজন করবে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *