সত্যজিৎ নিয়ে বিশেষ উপলব্ধি মুগ্ধ আয়ুষ্মান

সত্যজিৎ রায় শুধুমাত্র বাংলা নয়, সারা বিশ্বের সিনে অনুরাগীদের জন্যই এক অনুপ্রেরণা। তাঁর তৈরি সিনেমা এখনও বিশ্বের সেরা ছবির তালিকায় অনায়াসেই জায়গা করে নেয়। এমন মানুষের ম্যাজিকে মুগ্ধ বলিউড তারকা আয়ুষ্মান খুরানা । ‘মাস্টার স্টোরিটেলার’কে তিনি জানালেন কুর্নিশ। জানালেন তাঁর নিজের উপলব্ধির কথা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ম্যাগাজিনের পক্ষ থেকে ১০০ বছরের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছিল ।আর তাতেই জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর শেয়ার করে আয়ুষ্মান লেখেন, “আমাদের সবাইকে অনুপ্রেরণা দেন সত্যজিৎ রায় ।তাঁর সিনেমার মধ্যে প্রতিবার আপনি কিছু না কিছু আবিষ্কার করতে পারবেন। সিনেমা যে কতটা অনুপ্রেরণামূলক হতে পারে তা তিনি দেখিয়ে দিয়েছেন, দেখিয়েছেন কীভাবে সিনেমা সমাজের ভাষ্য হতে পারে এবং  চিন্তাভাবনাকে করতে পারে ত্বরান্বিত। সত্যিই তিনি একজন মাস্টার স্টোরিটেলার যিনি সারা বিশ্বে ভারতবর্ষের গর্বের কারণ।”

‘পথের পাঁচালী’ বাঙালির কাছে এক চিরন্তন আবেগ। যাঁরা সিনেমা দেখতে ভালবাসেন, তাঁদেরকাছে অপু-দুর্গার এই কাহিনি চিরন্তন। সেই কাহিনি বিদেশের দর্শকদের মনও ছুঁয়ে যায়। এর আগেও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ম্যাগাজিন ‘সাইট অ্যান্ড সাউন্ড’-এর সমীক্ষায় বিশ্বের ১০০টি সেরা সিনেমার মধ্যে ৩৫তম স্থানটি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। এবার দেশের ম্যাগাজিনের স্বীকৃতি পেল ।আর সেই সূত্রেই আয়ুষ্মানের মনের কথা জানা গেল। সূত্রের খবর বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায়  বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন আয়ুষ্মান।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *