আয়ুষ্মান খুরানার অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিনি যে লম্বা রেসের ঘোড়া সেটা ২০১২ সালে তাঁর প্রথম ছবি ‘ভিকি ডোনার’-এ বুঝিয়ে দিয়েছিলেন। তার পর একে একে ‘দম লগাকে হাইসা’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’, ‘বাধাই হো’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’, ‘অন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫’— তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে প্রত্যেকটি ছবিতেই। কেরিয়ারের শুরুর দিন থেকে তিনি এমন ছবিই নির্বাচন করেছেন, যার একটি সামাজিক বার্তা রয়েছে। বাস্তব জীবনে আয়ুষ্মান শামিল হলেন নয়া উদ্যোগে। একটি ‘ফুড ট্রাক’ শুরু করলেন চন্ডীগড়ে রূপান্তরকামীরা মিলে। তারই উদ্বোধন হল আয়ুষ্মানের হাতে।
চন্ডীগড়ের জ়িরাকপুর এলাকায় মাত্র এক দিন হল এই ‘ফুড ট্রাক’টি শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘স্বীকার’। এই প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, ‘‘একটি বিশেষ কারণে এই ফুড ট্রাকটি চালু করা হয়েছে। আমাদের সমাজের রূপান্তরকামীদের উৎসাহ দিতেই এমন একটা উদ্যোগ। তবে এটা খুবই ক্ষুদ্র প্রয়াস। সমাজের একটা বড় সংখ্যক মানুষকে এদের নিয়ে ভাবতে হবে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তাঁদের দিকে। এই গোষ্ঠীকে নিয়ে আমাদের দেশে অনেকেই সচেতন নয়। খানিকটা একঘরে করে রাখা হয়। যার ফলে তাঁরা বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত। তবে এই গোষ্ঠীর মানুষদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে এই ধরনের উদ্যোগ। ফলে সমাজে নিজেদের জন্যে একটা স্থান পাকা করতে পারবেন তাঁরা।’’