বাজাজ ফিনসার্ভ নিয়ে এসেছে ‘সাবধান রহে সেফ রহে’ ক্যাম্পেন এর দ্বিতীয় পর্ব

জীবন বীমার জালিয়াতি থেকে ভোক্তা সহ সাধারণ মানুষকে সতর্ক করতে বাজাজ ফিনসার্ভের পক্ষ থেকে একটি জনসচেতনতামূলক শুরু করা হয়েছে। ক্যাম্পেনটির ট্যাগ লাইন হল ‘সাবধান রহে সেফ রহে’। এটি এই ক্যাম্পেনের দ্বিতীয় পর্ব। ক্যাম্পেনটি কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে চলবে। একটি আকর্ষণীয় জিঙ্গেল ‘না জি না জি’ – র মাধ্যমে এই ক্যাম্পেনটি প্রসারিত হবে।

উল্লেখ্য, বাজাজ ফিনসার্ভ হল ভারতের অন্যতম বৃহত্তম আর্থিক সংস্থা।বাজাজ ফিনসার্ভের লক্ষ্য হল এই ক্যাম্পেনের মাধ্যমে পলিসি হোল্ডাররা যাতে পলিসির সত্যতা যাচাই করে সহজেই আসল ও নকল পলিসির পার্থক্য বুঝতে পারে এবং প্রতারকদের কম অথচ আকর্ষনীয় প্রিমিয়ামের অফারের ফাঁদ থেকে পলিসি হোল্ডারদের রক্ষা করা। এছাড়াও পলিসি হোল্ডাররা যদি কোন ভাবে প্রতারিত হন তাহলে সেক্ষেত্রেও তাঁরা যাতে রিপোর্ট করতে পারেন সে ব্যাপারে এই ক্যাম্পেনে বিস্তারিত দেখানো হয়েছে।

প্রসঙ্গত, এই ক্যাম্পেন ছাড়াও গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু টিপস শেয়ার করেছে বাজাজ ফিনসার্ভে। যেমন- মোবাইল নম্বর, ওটিপি, ঠিকানার প্রমাণ, বীমা পলিসির বিবরণ শেয়ার করার বিরুদ্ধে সতর্ক থাকা প্রভৃতি।
By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *