বন্ধন ব্যাঙ্কের ১৯শতাংশ ব্যবসা বৃ্দ্ধি

দেশের অগ্রণী বন্ধন ব্যাঙ্ক চলতি ২০২১-২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে ব্যাঙ্কও তার ব্যবসা বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছে।৩১শে ডিসেম্বর , ২০২১ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে হয়েছে ১.৭৩ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের ছয় বছরের কার্যকালে দেশের ৩৬টির মধ্যে ৩৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল জুড়ে ৫,৬২৬ গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৫১ কোটি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক।

বর্তমানে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের পরিমান ৮৪,৫০০ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪৫ শতাংশ।বৃদ্ধির পরবর্তী পর্যায়ে বন্ধন ব্যাঙ্ক সকল ভারতবাসীর আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নিজের উপস্থিতি বাড়িয়ে তোলার লক্ষ্য রেখেছে এবং সেই সঙ্গে এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোন এর মতো মতো ক্ষেত্রে পোর্টফোলিও বিস্তার করছে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেছেন, আমরা আমাদের গ্রাহকদের তাদের অবিরত আমাদের উপর আস্থা প্রদর্শন এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই, এসবই বন্ধন ব্যাঙ্ককে লক্ষ লক্ষ ভারতীয়দের কাছে একটি পছন্দের ব্যাঙ্কিং পার্টনার করে তুলেছে”।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *