গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কারেন্সি চেস্ট বন্ধন ব্যাঙ্কের

গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কারেন্সি চেস্ট খুলেছে বন্ধন ব্যাঙ্ক। এটি বন্ধন ব্যাংকের দ্বিতীয় কারেন্সি চেস্ট। উল্লেখ্য, এই কারেন্সি চেস্ট কারেন্সি নোট সরবরাহের সাথে উত্তর পূর্বের সামগ্রিক ফিনান্সসিয়াল ইকো সিস্টেমকে সাহায্য করবে।

বর্তমানে অসমে বন্ধন ব্যাঙ্কের বর্তমানে প্রায় ২৬ লক্ষ গ্রাহক রয়েছে৷ এই বিপুল পরিমাণ গ্রাহক চাহিদা মেটানোর জন্য বন্ধন ব্যাঙ্ক অসমে তার ৪৭২ টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেট নেটওয়ার্কের মাধ্যমে পরিষেবা প্রদান করে। বলাবাহুল্য, চলতি আর্থিক বছরে বন্ধন ব্যাঙ্ক দেশব্যাপী ৫৫০টিরও বেশি নতুন শাখা খুলবে। যার মধ্যে ২০টি শাখা খুলবে অসমে।

বন্ধন ব্যাঙ্কের সিইও এবং এমডি সি এস ঘোষ বলেন,  অসম এবং উত্তরপূর্ব ভারতে উন্নত ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই কারেন্সি চেস্ট খুলতে পেরে আমরা গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *