বন্ধন ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ ২.১৭ লক্ষ কোটি টাকা

২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। এখন বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ৩ কোটিরও বেশি। মাত্র সাড়ে সাত বছরেই এই ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ বেড়ে হয়েছে ২.১৭ লক্ষ কোটিরও বেশি টাকা। এই ত্রৈমাসিকে ব্যাংকের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

২০২৩-এর ৩১ মার্চ অবধি বন্ধন ব্যাংকের টোটাল বিজনেস (ডিপোজিটস অ্যান্ড অ্যাডভান্সেস) ১১% ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বৃদ্ধি পেয়ে হয়েছে ২.১৭ লক্ষ কোটি টাকা। বন্ধন ব্যাংকের ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছেন ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪টিতেই। বর্তমানে বন্ধন ব্যাংকের কর্মীর সংখ্যা প্রায় ৭০,০০০।

এফওয়াই২৩-এর শেষ ত্রৈমাসিকে ব্যাংকের ডিপোজিট বুকের বৃদ্ধি বিগত বছরের একই ত্রৈমাসিকের থেকে ১২% বেশি। বর্তমানে টোটাল ডিপোজিটের পরিমাণ ১.০৮ লক্ষ কোটি টাকা। ডিপোজিট বুকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্টের রেশিয়ো ৩৯.৩%। বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিকে অ্যাডভান্সের ক্ষেত্রে ব্যাংকের বৃদ্ধি হয়েছে ১০%। বর্তমানে টোটাল অ্যাডভান্সের পরিমাণ ১.০৯ লক্ষ কোটি টাকা। বন্ধন ব্যাংকের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ জানান, চতুর্থ ত্রৈমাসিকে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ব্যাংকের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। আরও নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক, যেমন ‘কমার্সিয়াল ভেহিকেল লেন্ডিং’, ‘লোনস এগেন্সট প্রপার্টি ফর বিজনেস’, ‘গভর্নমেন্ট বিজনেস অপারেশনস’, ইত্যাদি।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *