২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। এখন বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ৩ কোটিরও বেশি। মাত্র সাড়ে সাত বছরেই এই ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ বেড়ে হয়েছে ২.১৭ লক্ষ কোটিরও বেশি টাকা। এই ত্রৈমাসিকে ব্যাংকের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
২০২৩-এর ৩১ মার্চ অবধি বন্ধন ব্যাংকের টোটাল বিজনেস (ডিপোজিটস অ্যান্ড অ্যাডভান্সেস) ১১% ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বৃদ্ধি পেয়ে হয়েছে ২.১৭ লক্ষ কোটি টাকা। বন্ধন ব্যাংকের ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছেন ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪টিতেই। বর্তমানে বন্ধন ব্যাংকের কর্মীর সংখ্যা প্রায় ৭০,০০০।
এফওয়াই২৩-এর শেষ ত্রৈমাসিকে ব্যাংকের ডিপোজিট বুকের বৃদ্ধি বিগত বছরের একই ত্রৈমাসিকের থেকে ১২% বেশি। বর্তমানে টোটাল ডিপোজিটের পরিমাণ ১.০৮ লক্ষ কোটি টাকা। ডিপোজিট বুকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্টের রেশিয়ো ৩৯.৩%। বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিকে অ্যাডভান্সের ক্ষেত্রে ব্যাংকের বৃদ্ধি হয়েছে ১০%। বর্তমানে টোটাল অ্যাডভান্সের পরিমাণ ১.০৯ লক্ষ কোটি টাকা। বন্ধন ব্যাংকের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ জানান, চতুর্থ ত্রৈমাসিকে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ব্যাংকের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। আরও নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক, যেমন ‘কমার্সিয়াল ভেহিকেল লেন্ডিং’, ‘লোনস এগেন্সট প্রপার্টি ফর বিজনেস’, ‘গভর্নমেন্ট বিজনেস অপারেশনস’, ইত্যাদি।