বেঙ্গালুরু ১ম এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ মিটিং আয়োজন করবে

G20 প্রেসিডেন্সির অধীনে রবিবার ভারতের সিলিকন ভ্যালি তথা বেঙ্গালুরুতে তিন দিনব্যাপী বেঙ্গালুরুতে ১ম এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ মিটিং শুরু হয়। এই এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ সভার দ্বিতীয় দিনে কার্বন নির্গমন হ্রাস করার ব্যাপারে গুরুতর আলোচনা হয়। 

বৈঠকে G20-র সদস্যরা দ্বিতীয় দিনে ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ডাইভারসিফাইড সাপ্লাই চেইন’ থিম নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি, সদস্য দেশগুলি শক্তির দক্ষতা, শিল্প থেকে কার্বন নিঃসরণ হ্রাস এবং শক্তি খরচ নিয়ন্ত্রণের মতো  বিষয়ে তাদের মতামত দেন। বৈঠকে ভারত, ক্লিন এনার্জির সার্বজনীন প্রবেশাধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে।

এছাড়া কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রক এই বৈঠকে অংশীদারের ভূমিকা পালন করছে। আরকে সিং G20 বৈঠকের ফাঁকে শ্রীলঙ্কার প্রতিপক্ষ কাঞ্চনা উইজেসেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করন। এছাড়া  এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-থাইল্যান্ড গ্রোথ ট্রায়াঙ্গেল জয়েন্ট বিজনেস কাউন্সিল (IMT-GT JBC) এর সাথে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *