চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার বঙ্গবন্ধুর এই বায়োপিক ভারতে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার শহরে ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ। তার আগে আনন্দবাজারকে এই ছবিতে কাজের অভিজ্ঞতা শোনালেন। বাংলাদেশে এই ছবি সাড়া জাগিয়েছে। কিন্তু মুজিবুর রহমানের চরিত্র মানে, সেখানে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হত। প্রস্তাব আসার পর সমালোচনার ভয় ছিল না? আরিফিন সপাট বললেন, ‘‘প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! এখন তাঁরাই প্রশংসা করছেন।’’
আরিফিন জানালেন, লোকে কথা বলবেই। তা নিয়ে তিনি বিচলিত নন। অভিনেতা যোগ করলেন, ‘‘শ্যাম বেনেগাল এই উপমহাদেশের এক জন কিংবদন্তি পরিচালক। তাঁর সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না।’’ শ্যাম বেনেগালের সঙ্গে কাজের অভিজ্ঞতা শোনালেন আরিফিন। জানালেন, বর্ষীয়ান পরিচালক কোনও ‘কাট’-এ বিশ্বাসী নন। তিনি সব সময়েই ওয়ান টেক শট নিতে পছন্দ করেন। কিন্তু আরিফিনকে কি তিনি বকাবকি করেছেন? অভিনেতা হেসে বললেন, ‘‘উনি সুইট হার্ট। শুধু ফ্রেম করার সময় ক্যামেরার সামনে দিয়ে কেউ হেঁটে গেলে উনি রেগে যান।’’
এই ছবির সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছবির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন। তাঁর থেকেও চরিত্রের জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি জেনেছিলেন আরিফিন। পাশাপাশি বঙ্গবন্ধুর প্রচুর ভিডিয়ো ফুটেজ দেখা, বই পড়া এবং ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিলেন অভিনেতা। ছবি দেখে হাসিনার থেকে কী রকম প্রতিক্রিয়া পেলেন? আরিফিন বললেন, ‘‘বলা খুব কঠিন। কারও পরিবারের সদস্যদের এক রাতে যদি গুলি করে মারা হয়, তার পর সেই মানুষটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। সেই মানুষটা ছবি দেখার পর খুব ভাল অভিনয় করেছি বলবেন সেই প্রত্যাশা করিনি। চোখের জলে অন্ধকার অতীত দেখে তিনি আর কী বলতে পারেন!’’