বিএএসএফ-এর দুটি নতুন হার্বিসাইড – ফ্যাসেট ও ডুভেলন

ভারতে ধান ও চা চাষের ক্ষেত্রে চাষীদের কাছে অন্যতম প্রধান সমস্যা আগাছা। আগাছার জন্য উচ্চমানের কৃষি-উৎপাদন ব্যহত হয়। এবার বিএএসএফ ধান ও চা চাষীদের সুবিধার জন্য লঞ্চ করল দুটি নতুন আগাছানাশক (হার্বিসাইড) – ফ্যাসেট ও ডুভেলন।

ফ্যাসেট তৈরি করা হয়েছে ধানক্ষেতে ব্যবহারের জন্য, আর ডুভেলন চা-বাগানে ব্যবহারের জন্য। এগুলির দ্বারা কৃষকরা সহজেই আগাছা দমন করতে পারবেন। ফ্যাসেটে রয়েছে বিএএসএফ-এর উপাদান কুইনক্লোরাক, এবং ডুভেলনে আছে কিক্সর অ্যাক্টিভ।

বিজনেস ডিরেক্টর, এগ্রিকালচারাল সলিউশনস, সাউথ এশিয়া, রাজেন্দ্র ভেলাগালা জানান, তারা ভারতের কৃষকদের জন্য দুইটি নতুন উদ্ভাবনী হার্বিসাইড আনতে পেরে আনন্দিত। ফ্যাসেট ধানের জন্য ও ডুভেলন চায়ের জন্য। আগাছা দমনে এগুলি কৃষকদের সাহায্য করবে। এই আগাছানাশকগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *