শাওমি-রেডমি স্মার্টফোন ব্যবহারকারীদের এয়ারটেল ৫জি-র সুবিধা

শাওমি এবং রেডমি স্মার্টফোন  দের জন্য ৫জি প্লাস নেটওয়ার্ক আনতে এয়ারটেলের সাথে পার্টনারশিপ করল দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ইন্ডিয়া। এর ফলে গ্রাহকরা ক্লাউডে ভিডিও কলিং, ল্যাগ ফ্রি গেমিং এবং সমস্ত শাওমি এবং রেডমির  ৫জি  মডেলগুলিতে ক্লাউডে দ্রুত ডেটা আপলোড এবং ডাউনলোড করতে পারবেন।

 উল্লেখ্য, এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক পেতে হলে গ্রাহকদের কেবল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে তাদের পছন্দের নেটওয়ার্ককে এয়ারটেল ৫জি-তে পরিবর্তন করতে হবে।

বলাবাহুল্য, গ্রাহকদের জন্য এই ৫জি নেটওয়ার্ক আনতে দুই বছর ধরে এয়ারটেলের সহযোগিতায় চেষ্টা করে চলছে শাওমি ইন্ডিয়া। শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা বলেন,  সেরা-ইন-ক্লাস পরিষেবা দেওয়ার জন্য এয়ারটেলের সাথে  শাওমি ইন্ডিয়ার এই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের এই ৫জি বিপ্লবে সবসময় এগিয়ে রাখবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *