বাংলার ফের সুনাম অর্জন। আবারও সোনার পদক জয়। প্রাপকের নাম – অনিমেষ রায়। জাতীয় গেমসে এই পদক প্রাপ্তির খবর সুদূর আমেদাবাদ থেকে কলকাতাতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরিপ্রেক্ষিতেই এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, গুজরাটে অনুষ্ঠিত ৬৮ তম জাতীয় স্কুল গেমস ২০২৪ – এর অনূর্ধ্ব – ১৯ বিভাগে এই পদক। ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি – র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। তাঁর এই সাফল্যের জন্য অনিমেষকে তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন, অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের এই খেলাধুলার সুযোগ করে দিতেই ঝাড়গ্রামে তিরন্দাজ একাডেমি সহ বাংলার বিভিন্ন প্রান্তে – ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য এ পর্যন্ত মোট ৮টি একাডেমি রাজ্য সরকার তৈরি করেছে। এটা আমার গর্বের বিষয়। আগামীতে সংশ্লিষ্ট একাডেমি থেকে প্রতিভাবানেরা পৌঁছে যাবে অলিম্পিকে, দেশের মুখ উজ্জ্বল করবে – এই প্রত্যাশার কথা ও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ।