ব্যতিক্রম মাসডোর উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে ‘ভূপেন জয়ন্তী’

ত্রিপুরা সরকারের সার্বিক সহযোগিতায় অসমের সামাজিক সংগঠন ব্যতিক্রম মাসডোর উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে বিকাল ৫টা থেকে অনুষ্ঠিত হবে ‘ভূপেন জয়ন্তী’। এই অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় এসেছেন ‘ভারতরত্ন’ ড.ভূপেন হাজারিকার ছোট ভাই তথা বিশিষ্ট সংগীত শিল্পী সমর হাজারিকা-সহ গুয়াহাটি, কলকাতা ও বরাক উপত্যকার সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্যরা। আগরতলায় ড. ভূপেন হাজারিকার জন্মদিন পালনের পাশাপাশি ব্যতিক্রম ৩১ অক্টোবর গুয়াহাটিতে প্রথমবারের মতো শচীন দেববর্মণের তিরোধান দিবসও পালন করতে চলেছে। শুক্রবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ব্যতিক্রম-এর তরফে জানানো হয়, অসম ও ত্রিপুরার মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় করাই তাঁদের উদ্দেশ্য।  ত্রিপুরা ও অসমের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে ব্যতিক্রমের হাতিয়ার শচীনকর্তা ও ড. ভূপেন হাজারিকার সুরসৃষ্টি।

ব্যতিক্রমের সভাপতি ড. সৌমেন ভারতীয়ার মতে, ‘শচীন দেববর্মন শুধু ত্রিপুরার নন, সংগীত জগতেরই তিনি উজ্জ্বল নক্ষত্র। সঙ্গিতের দুনিয়ার আরেক নক্ষত্র ড. ভূপেন হাজারিকা’। ৭ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এরাজ্যের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা-সহ বিশিষ্টজনেরা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এই অনুষ্ঠানে নিউজ বেঙ্গল ৩৬৫, আইএলএস হাসপাতাল, হেড লাইন্স ত্রিপুরা, ৯২.৭ বিগ এফএম  প্রভৃতি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।  অনুষ্ঠানে অংশ নিতে গুয়াহাটি, কলকাতা ও শিলচর থেকে এসেছেন, ড. ভূপেন হাজারিকার ভাই সমর হাজারিকা ছাড়াও ও তাঁর পরিবারের শুভ হাজারিকা, ডাবর হাজারিকা, ড. মৌসমী সাহারিয়া, সংগীত শিল্পী সংস্কৃতা মালাকার, নৃত্য শিল্পী তানিশা দত্ত, গায়িকা জয়তি ভট্টাচার্য, গায়িকা প্রণতি তালুকদার, কুঁয়োলি হাজারিকা, নম্রতা নাথ, ড. সৌমেন ভারতিয়া, কাবেরি শর্মা বড়ুয়া, পিংকি দাস, দিপীকা মালাকার, রাজু আলি, ইন্দ্রীক্ষী দত্ত, তরুণ চক্রবর্তী, অরিত্র চক্রবর্তী, জয়দীপ সান্যাল, দূর্বা সান্যাল, অশোক চক্রবর্তী, আমিনূল হক ভূইঞা প্রমুখ। সাংবাদিক সম্মেলনে ব্যতিক্রমের সভাপতি ড. সৌমেন ভারতিয়া জানান, ‘সুধাকন্ঠ ড. ভূপেন হাজারিকা ও শচীন দেববর্মনকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও প্রসারিত করতে চাই। তাই শনিবার আগরতলায় পালিত হচ্ছে ড. ভূপেন হাজারিকার জন্মদিন। ৩১ অক্টোবর গুয়াহাটিতে পালিত হবে শচীন কর্তার তিরোধান দিবস। দুটি অনুষ্ঠানেই সকলকে জানাই সাদর আমন্ত্রন’।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ভূপেন হাজারিকার ছোট ভাই সমর হাজারিকা উল্লেখ করেন ত্রিপুরার সঙ্গে তাঁর দাদা, ভূপেন হাজারিকার আত্মিক সম্পর্কের কথা। ত্রিপুরা সরকার ভূপেন হাজারিকার জন্মদিন পালনে সার্বিক সহযোগিতা করায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। ব্যতিক্রম-এর এধরনের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। সমর হাজারিকার মতে, শচীন দেববর্মণের মতো মহান শিল্পীকে নিয়ে গুয়াহাটিতে অনুষ্ঠানের আয়োজনও খুবই প্রশংসনীয় উদ্যোগ। দুই মহান শিল্পীর প্রতি তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। গত ১১ বছর ধরে দেশে এবং দেশের বাইরে ভূপেন হাজারিকার জন্মদিন পালন করছে ব্যতিক্রম মাসডো। এবার ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সম্মান ২০২৪ পাচ্ছেন রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্মণ। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, ব্যতিক্রম মাসডোর উপদেষ্টা তরুণ চক্রবর্তী ছাড়াও সাংস্কৃতিক প্রতিনিধি দলটির প্রতিনিধিরাও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।  সকলেই রাজ্যের সাম্প্রতিক দুর্যোগে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। সকলের সার্বিক প্রচেষ্টায় এই দুর্যোগ কাটাতে ত্রিপুরা সক্ষম হবে বলেও তাঁরা আশাপ্রকাশ করেন।

By Business Bureau