ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া’র (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ‘দ্য শোকেস’

গত ৬ অগাস্ট ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া’র (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ‘দ্য শোকেস’ শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নেক্সট জেনারেশনের ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কন্টেন্ট ক্রিয়েটরদের সন্ধান করা যাতে তারা নিজেদের কর্মজীবনের পথে এগিয়ে যেতে পারেন।

দেশব্যাপী সাড়া জাগিয়ে ও টিম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার পর সেকেন্ড এডিশনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘দ্য শোকেস’। বিজয়ীরা হলেন – পন্ডিচেরীর ফ্যাশন ডিজাইনার নৌসাদ আলি, নতুন দিল্লির সম্ভাবনাময় মডেল ইশপ্রীত কাউর, নতুন দিল্লির ফ্যাশন শাটারবাগ তনয় বব্বর, মুম্বইয়ের কর্পোরেট প্রফেশনাল এবং ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর ঊর্বশী চৌধুরি। সেকেন্ড এডিশনের সমাপ্তির মধ্য দিয়ে দেশের তরুণ ও উচ্চাশাবিশিষ্ট প্রতিভাবানদের এক সার্বিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ‘দ্য শোকেস’ ।

ডিজাইনার আদা মালিক (মুম্বই), মডেল কণিষ্ক মহেশ্বরী (বরেলি), শাটারবাগ শ্রেয়াংশ ডুঙ্গরওয়াল (হায়দ্রাবাদ) ও কন্টেন্ট ক্রিয়েটর আরিয়া কৃষ্ণমূর্তি (হায়দ্রাবাদ) ফার্স্ট রানার আপ টিমে স্থান পেয়েছেন। সেকেন্ড রানার টিমে রয়েছেন ডিজাইনার শ্রীগোকুল বিশ্বনাথ (কন্নর), মডেল অনিবার্য পাওয়ার (মুম্বই), শাটারবাগ প্রতিম শঙ্কর (মুম্বই) ও কন্টেন্ট ক্রিয়েটর শ্রীয়া কান্দুদে (হায়দ্রাবাদ)। বিজয়ীরা তাদের সম্পাদিত কাজ ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের নেক্সট এডিশনে প্রদর্শন করার সুযোগ পাবেন। সেইসঙ্গে তারা ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের ফলে নানারকম সুবিধা পাবেন। বিভিন্ন সুযোগের পাশাপাশি তারা নগদ অর্থও পাবেন পুরস্কার হিসেবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *