এফডিসিআই-এর সহযোগিতায় দ্য শোকেস

ট্যালেন্টের পরিচর্যা ও নতুন দিগন্তের পথ খুলে দেওয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর নিয়ে এলো দ্য শোকেস-এর দ্বিতীয় সংস্করণ। দ্য শোকেস উপস্থাপনার উদ্দেশ্য হল ভারতের অন্যতম অগ্রণী প্লাটফর্ম গড়ে তোলা যেখান থেকে চারটি ক্যাটাগরির ট্যালেন্ট আবিস্কার করা সম্ভব হবে – ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কনটেন্ট ক্রিয়েটর।

উচ্চাকাঙ্ক্ষী প্রতিযোগীদের জন্য দ্য শোকেস এমন এক প্লাটফর্ম দেবে যেখানে তারা নিজেদের ‘ক্রিয়েটিভ এক্সপ্রেশন’ প্রকাশ করতে পারবেন – ‘উইথ প্রাইড’। যারা জয়ী হবেন তারা তাদের কাজ প্রদর্শন করতে পারবেন পরবর্তী সংস্করণের ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের সময়ে। দ্য শোকেসে ‘প্রাইড’-এর বিভিন্ন ধরণ প্রকাশ পাবে, যেমন ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’, ‘মাই প্যাশন, মাই প্রাইড’ ও ‘মাই প্ল্যানেট, মাই প্রাইড’। দেশব্যাপী ট্যালেন্ট হান্টের মাধ্যমে শর্টলিস্টেড প্রতিযোগীদের চারজনের টিমে ভাগ করে দেওয়া হবে। প্রতিটি টিম গড়া হবে ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কনটেন্ট ক্রিয়েটর – এই চারটি ক্যাটাগরি থেকে। তাদের সামনে চ্যালেঞ্জ থিম হিসেবে রাখা হবে ‘মাই প্ল্যানেট, মাই প্রাইড’। দ্য শোকেসে উপস্থিত থাকবেন ফ্যাশন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ – জুরি, মেন্টর, কীনোট স্পিকার ও অ্যাক্টিভ ফ্যাশন প্রোমোটার হিসেবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *