১৫ বছর পেরিয়ে এলো ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া’ (এফডিসিআই) দ্বারা ক্ষমতায়িত ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর ১৫ বছর অতিক্রম করে ১৬তম বর্ষে পদার্পণ করল। এবারের ফ্যাশন ট্যুর তুলে ধরবে ‘প্রাইড অ্যান্ড অথেন্টিসিটি’র পরিবর্তনশীল প্রকাশ-সহ ফ্যাশন ও লাইফস্টাইলের এক অন্যমাত্রার জগৎ। এবার ফ্যাশন ট্যুরে পেশ করা হবে ‘দিস ইজ নট আ টি-শার্ট’ নামের ‘স্টাইল গ্যালারি’, যার স্রষ্টা আশীষ সোনি ও এফডিসিআই। এছাড়া, ফ্যাশন ট্যুরের তরফে লঞ্চ করা হবে ‘ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর পার্ক’ নামের ইন্ডাস্ট্রি-ফার্স্ট মেটাভার্স প্লাটফর্ম।

এবছর ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুরের যাত্রাপথে থাকছে চারটি মেট্রো শহর: কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই ও গুরুগ্রাম। নবপর্যায়ের এই ফ্যাশন ট্যুরে সমন্বয় ঘটবে অগ্রণী ফ্যাশন ডিজাইনার ও অন্যান্য ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিবর্গের। কার্টেন রেইজারে ‘দ্য অয়্যারফ্রেম’ শীর্ষক এক নতুন কনসেপ্টের মাধ্যমে উন্মোচিত হয়েছেন এইসকল ডিজাইনার ও আর্টিস্ট।

কার্টেন রেইজারে আরও ছিল ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ‘দ্য শোকেস’। এ হল ভারতের অন্যতম লিডিং প্লাটফর্ম, যেখানে সম্মিলন ঘটেছে ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কনটেন্ট ক্রিয়েটরদের।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *