16
Jul
আজ ক্যাটের ৩৭তম জন্মদিন। দেখতে দেখতে জীবনের আরও এক বসন্ত পার করে ফেললেন বলিউডের 'চিকনি চামেলি' ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বলিউডেও ১৭ বছর পার করে ফেলেছেন ক্যাটরিনা। ক্যাট শুধু ইন্ডাস্ট্রির আউট সাইডার নন, তিনি ভিন দেশি। সেখান থেকে আজ বলিউডের অন্যতম হাইয়েস্ট পেইড নায়িকা ক্যাটরিনা। হংকং-এ জন্ম ক্যাটরিনার। তাঁর মা ব্রিটিশ অন্যদিকে বাবা কাশ্মিরী বংশোদ্ভূত হলেও ব্রিটিশ। মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন ক্যাটরিনা। বলিউডে ক্যাটরিনার প্রথম ছবি ছিল বুম। বুমের ব্যর্থতার পর মহেশ ভাট সায়া ছবি থেকে বাদ দেন ক্যাটরিনাকে। ক্যাটরিনার সুন্দর মুখ আর তন্বী দেহ,মায়াবী হাসি নজর কেড়েছিল ঠিকই,তবে অভিনয় করতে পারেন না,হিন্দিতে কথা বলতে পারেন না-এই অভিযোগগুলো কেরিয়ারের…