08
Aug
সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য।পুলিশমহলের অনুমান ছিলই যে রিয়ার কল লিস্ট চেক করলে নানা তথ্য বেরিয়ে আসবে যা সুশান্তের মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।সেই মতো পুলিশ রিয়ার এক বছরের কল লিস্ট চেয়ে নেয় টেলিকম দপ্তর থেকে। সেই ফোন কলের তালিকা দেখে অবাক পুলিশ । রিয়ার এক বছরের কললিস্ট বেশ সন্দেহজনক । সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি । অথচ, তাঁকে গোটা বছরে ফোন করেছেন মাত্র ১৪৫ বার।মহেশ ভাট’কে ফোন করেছে ১৬ বার ।সুশান্তের হাউজ ম্যানেজারকেও সুশান্তের থেকে বেশি ফোন করেছেন রিয়া । স্যামুয়েল মিরান্ডার সঙ্গে রিয়ার কথা হয় ২৮৭ বার। ৭৯১ বার কথা…