06
Aug
সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে সবর গোটা দেশ। সুশান্তের বাবা সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে অভিযোগ করার পড়েই বিহার পুলিশ উঠে পড়ে লেগেছে এই তদন্তে। তারা মুম্বাইয়ে এসে চষে বেড়াচ্ছেন গোটা শহর। সুশান্ত তদন্তে এবার নয়া মোড়। উঠে এলো সুশান্তের ফোনের কল ডিটেলস। প্রকাশিত হলো সুশান্তের ফোন থেকে কোন নম্বরে কতবার ফোন এসেছে এবং গেছে। তথ্য অনুযায়ী ৮ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত রিয়ার সাথে কোনো ফোন বা এসএমএস এর আদান প্রদান হয়নি সুশান্তের ফোন থেকে। ফোন ডিটেলস অনুযায়ী ২০ই জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত রিয়ার সাথে ১৯ বার কল হয় সুশান্তের। আবার আরও একটি চমকপ্রদ তথ্য হল ১৩ ই জুন রাত…