30
May
স্পার্ক সিরিজে টেকনোর নতুন স্মার্টফোন শিলিগুড়ি: জনপ্রিয় স্পার্ক সিরিজে গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে এলো একটি নতুন স্মার্টফোন – স্পার্ক ৫, যার দাম মাত্র ৭৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ১৩এমপি কোয়াড্রুপল রিয়ার ক্যামেরা সেট-আপ ও বিগ ৬.৬” ডট-ইন-ডিসপ্লে। কোয়াড্রুপল রিয়ার ক্যামেরা সেট-আপে রাখা হয়েছে এফ১.৮ অ্যাপার্চার-যুক্ত ১৩এমপি প্রাইমারি রিয়ার ক্যামেরা, পারফেক্ট পোর্ট্রেটের জন্য ২এমপি ডেপথ লেন্স ও নিখুঁত ডিটেলের জন্য ২এমপি ম্যাক্রো লেন্স। স্পার্ক ৫ স্মার্টফোনে থাকা ৬.৬” ডট-ইন-ডিসপ্লে ফিচারটি এই প্রথমবার পাওয়া যাচ্ছে ৮ হাজার টাকার নীচের কোনও ফোনে। টেকনো স্পার্ক ৫ পাওয়া যাচ্ছে দুইটি কলারে – আইস জেডাইট ও স্পার্ক অরেঞ্জ। ২৬ মে থেকে এই নতুন স্মার্টফোনটি…