08
Jul
উত্তরপ্রদেশের রায়বরেলীর ছেলে শচীন তিওয়ারি দেখতে অনেকটাই সুশান্তের মতো। বরং তাঁকে সুশান্তের আরও অল্প বয়সী ভার্সন বলা যায়। একই রকমের চুলের ছাঁট। একই রকমের আদব কায়দা। আর অভিনেতার মৃত্যুর পর থেকে তিনি যেন আরও বিখ্যাত হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় । সুশান্তের মৃত্যুর প্রায় এক মাস হতে চললেও এখনও বিটাউন তথা তাঁর ফ্যানদের মননে শুধুই রয়েছেন তিনি। এখনও সোশ্যাল মিডিয়া খুললে তাঁর অভিনয়ের ছোট ছোট ক্লিপ দিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে অভিনেতার শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র ট্রেলর রিলিজের পর তো একদিনেই সব রেকর্ড ভেঙে দিয়েছে সেই ট্রেলর। সম্প্রতি শচীনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোথাও তিনি শুদ্ধ দেশি রোম্যান্স…