04
Jul
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। যদিও করোনার রিপোট নেগেটিভ ছিল। আস্তে আস্তে সেরেও উঠছিলেন। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরোজ খানের। বলিউডে তিনি সকলের কাছেই মাস্টারজি নামে পরিচিত। বহু তারকার নেপথ্যের কারিগর তিনিই। যাঁরা নৃত্য শিল্পী বা নাচতে ভালোবাসেন, তাঁদের কাছে সরোজ খান চলে যাওয়া নিসঃন্দেহে গভীর ক্ষতি ও বেদনার। ছোট থেকেই তাঁর শরীরের গঠন ছিল একটু মোটার দিকেই। ফলে তন্বী ছিপছিপে হলেই শরীরী বিভঙ্গ ফুটে উঠবে নাচের ছন্দে এমন স্টিরিয়োটাইপ ভাবনা ভেঙে দিয়েছিলেন সরোজ। তাঁর প্রয়াণে শোকাহত বলিউড। সরোজ…