ভারতের শহরাঞ্চলের বৃহত্তম বিস্কুট ব্র্যান্ড ব্রিটানিয়া গুড ডে এবার নতুন রূপে উপস্থিত হচ্ছে। নতুন ব্রিটানিয়া গুড ডে বিস্কুটের ডিজাইনে থাকবে নানাধরণের হাসির প্রতিচ্ছবি। এখন থেকে এই বিস্কুটের গ্রাহকরা প্রতিটি প্যাকেটে পাবেন ‘কোঈ স্মাইলস, নঈ স্মাইলস’ অভিজ্ঞতা।
নতুন প্যাক লঞ্চের পরই তা পৌঁছে যাচ্ছে ৪.৮ মিলিয়নেরও বেশি রিটেল আউটলেটে। প্রচারের জন্য এক উচ্চমাত্রার মিডিয়া প্ল্যান নেওয়া হয়েছে, ফলে প্রচার হতে থাকবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যেমন প্রিন্ট, টিভি, সোস্যাল মিডিয়া ও আউটডোর। ব্রিটানিয়া গুড ডে দেশের শহর ও গ্রামাঞ্চল উভয় স্থানেই গ্রাহকদের কাছে জনপ্রিয়। ১৯৮৭ সালে লঞ্চ হওয়া ব্রিটানিয়া গুড ডে দেশে ‘কুকি’ ক্যাটাগরি সৃষ্টির মধ্য দিয়ে ‘ড্রাই ফ্রুটস’ ও ‘নাটস’ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে।
সকলকে খুশি রাখার কথা সবসময়েই মাথায় রেখেছে ব্রিটানিয়া গুড ডে, আর সেই কারণেই নতুন প্যাকের বিস্কুটের ডিজাইনে নানারকম হাসি ফুটিয়ে তোলা হয়েছে। নতুন প্যাক পাওয়া যাবে চারটি ভেরিয়েন্টেই – বাটার, কাজু, কাজু আমন্ড ও পেস্তা-বাদাম। মাত্র ৫ টাকা থেকে শুরু হওয়া নতুন ব্রিটানিয়া গুড ডে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্যাক সাইজে।