শ্রম মন্ত্রককে ধন্যবাদ জানালো বিআরএমজিএসইউ

ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন-এর (বিআরএমজিএসইউ) পক্ষ থেকে গত ১২ মার্চ নতুন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকারের শ্রম মন্ত্রকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন ‘লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট’ দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিশেষ অতিথি ছিলেন চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) অজয়কুমার সামন্তরায়।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বিআরএমজিএসইউ-এর প্রেসিডেন্ট পরিমলকান্তি মন্ডল ও জেনারেল সেক্রেটারি বিদ্যাধর মল্লিক। সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন অ্যাডিশনাল চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল), ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল), অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার (সেন্ট্রাল), লেবার এনফোর্সমেন্ট অফিসার, দিল্লির ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল), উত্তরপ্রদেশের রিজিওনাল লেবার কমিশনার (সেন্ট্রাল), রেলওয়ে ডেপুটি ডিরেক্টর-ট্রাফিক (রেলওয়ে বোর্ড), জয়েন্ট ডিরেক্টর-হেলথ (রেলওয়ে বোর্ড), আন্ডার সেক্রেটারি (রেলওয়ে বোর্ড), মন্ত্রকের সেকশন অফিসার ও প্রধানমন্ত্রীর দফতরের মিনিস্টার অফ স্টেটের অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রম মন্ত্রকের ‘রেলওয়ে মাল গুদাম ওয়ার্কার্স সার্ভে ফর্ম’টির আনুষ্ঠানিক প্রকাশ করেন। এই ফর্মের দ্বারা দেশের রেলওয়ে মালগুদাম ওয়ার্কারদের বিষয়ে সমীক্ষা পরিচালিত হবে।শ্রম মন্ত্রক তাদের ই-শ্রম পোর্টালে অন্তর্ভুক্তির মাধ্যমে রেলওয়ে মালগুদাম শ্রমিকদের মর্যাদা প্রদানের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। স্বীকৃতিমূলক এই পদক্ষেপ রেলওয়ে মালগুদাম শ্রমিকদের জন্য একটি মাইলস্টোন বলে চিহ্নিত করেছে বিভিন্ন মহল। বিআরএমজিএসইউ-এর প্রেসিডেন্ট পরিমলকান্তি মন্ডল এই উপলক্ষে চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) অজয়কুমার সামন্তরায়ের হাতে একটি শাল ও বিআরএমজিএসইউ-এর স্মারক তুলে দিয়েছেন উপহার হিসেবে।

আয়োজিত অনুষ্ঠানে অজয়কুমার সামন্তরায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন ও তাদের প্রেসিডেন্ট পরিমলকান্তি মন্ডলের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনের উন্নতি কামনা করেন। শ্রম দফতরের মিনিস্টার অফ স্টেট রামেশ্বর তেলি, রেলওয়ের মিনিস্টার অফ স্টেট এবং বস্ত্র মন্ত্রকের মিনিস্টার অফ স্টেটের তরফেও অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *