ত্রিপুরায় দশম বোর্ড পরীক্ষায় বাইজু’স-এর ছাত্রের সাফল্য

ত্রিপুরায় দশম স্তরের বোর্ড পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যকে গর্বিত করেছে বাইজু’স-এর ছাত্র অরিজিৎ পাল। গোমতির বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করা অরিজিৎ সিবিএসই’র মেরিট লিস্টে প্রশংসণীয় স্থান অধিকার করেছে।

বাইজু’স থেকে ওই অ্যাপের ডিজিটাল লার্নিং টুলস ব্যবহার করে একবছরেরও বেশি সময় ধরে শিক্ষাগ্রহণ করছিল অরিজিৎ। বাইজু’স অরিজিনাল কনটেন্ট, ওয়াচ-অ্যান্ড-লার্ন ভিডিয়ো, অ্যানিমেশন ও ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষা-প্রস্তুতিকে সহজতর করে।  

বাইজু’স-এর চিফ কনটেন্ট অফিসার বিনয় এমআর অরিজিৎ পালের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। তাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অরিজিতের সাফল্য বাইজু’স প্লাটফর্মের উপযোগিতার এক বাস্তব উদাহরণ।  অন্যদিকে, অরিজিৎ পালও বাইজু’স-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার বক্তব্য, তার জ্ঞানার্জন ও পরীক্ষার জন্য প্রস্তুত হতে সঠিক দিকনির্দেশ করেছে বাইজ’স। বাইজু’স অ্যাপের মাধ্যমে আনলিমিটেড প্র্যাক্টিস টেস্টস ও মাল্টিপল রিভিশনস পরীক্ষার জন্য তাকে খুবই সাহায্য করেছে বলে উল্লেখ করে অরিজিৎ।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *