ভারতের শীর্ষস্থানীয় লুব্রিকেন্ট কোম্পানি ক্যাসট্রল ইন্ডিয়া সুপার মেকানিক কনটেস্টের (এসএমসি) চতুর্থ সংস্করণ চালু করল। উল্লেখ্য,ক্যাসট্রলের এই প্রতিযোগিতাটি টিভি ৯ নেটওয়ার্কের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত হবে।এসএমসি-র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি প্রতিযোগিদের দেশব্যাপী অংশগ্রহণকারি মেকানিস্কদের সাথে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে।ক্যাসট্রলের লক্ষ্য হল, তার মাস্টার ক্লাসের মাধ্যমে প্রশিক্ষিত মেকানিস্কের সংখ্যাকে চার গুণ বৃদ্ধি করা।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ভয়েস রেসপন্স(আইভি আর) রাউন্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ওয়েবপোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। উল্লেখ্য, এখানে হিন্দি, বাংলা সহ প্রায় নয়টি ভাষা উপলব্ধ রয়েছে। এই এসএমসি প্রতিযোগিতার আয়োজন করবে অভিনেতা রবি দুবে। যিনি ২০১৭ সাল থেকেই এই প্রতিযোগিতার মুখ।
ভারত সরকারের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ক্যাসট্রল সুপার মেকানিক প্রতিযোগিতা হল ভারত সরকারের একটি দক্ষতা মিশন প্রোগ্রাম যা দেশ জুড়ে দক্ষ মেকানিস্ক খুঁজে বের করতে সাহায্য করবে।
ক্যাসট্রল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ সাংওয়ান বলেন, আমরা ক্যাসট্রল ইন্ডিয়ার চতুর্থ সংস্করণ শুরু করতে পেরে খুবই আনন্দিত। এর মাধ্যমে দেশব্যাপী মেকানিকরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। তিনি আরও বলেন, গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে দিল্লি এনসিআর-এ। যেখানে সম্মানিত বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।
অংশীদ্বারিত্বের বিষয়ে মন্তব্য করতে গিয়ে টিভি ৯ নেটওয়ার্কের সিইও বরুন দাস বলেন, টিভি ৯ নেটওয়ার্ক ক্যাসট্রল সুপার মেকানিক প্রতিযোগিতার সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত।