20
Feb
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছে এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট। ‘লার্জেস্ট ক্যাটল ওয়েলফেয়ার লেশন - মাল্টিপল ভেন্যুজ’ (Largest Cattle Welfare Lesson - Multiple Venues) আয়োজনের জন্য তাদের এই স্বীকৃতি। দেশের ছয়টি স্থানে ৫১৭ জন অংশগ্রহণকারীকে নিয়ে এই রেকর্ড গড়া হয়েছেয। সংস্থার ৭ম পশু বিকাশ দিবস (PVD) উদযাপনের অংশ হিসেবে ৫০০টি স্থানে অনুষ্ঠিত ক্যাম্পের মাধ্যমে ১,৫০,০০০ গবাদি পশু এবং ৪০,০০০ পশুপালকসহ মোট ১,৯০,০০০ মানুষ উপকৃত হন। ‘মেরা পশু মেরা পরিবার’ থিমের অধীনে এই উদ্যোগটি গবাদি পশুর গুরুত্ব ও গ্রামীণ জীবিকায় তাদের ভূমিকার উপর আলোকপাত করে। ৬,০০০-এর বেশি কর্মচারী এতে অংশ নেন, যা এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিটের গ্রামীণ কল্যাণে প্রতিশ্রুতির প্রতিফলন। এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিটের…